গাংনী-কুষ্টিয়া সড়ক প্রশস্ত করণে সড়ক পরিদর্শন করলেন এমপি সাহিদুজ্জমান খোকন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
Spread the love

গাংনী প্রতিনিধিঃ গাংনী-কুষ্টিয়া সড়ক প্রশস্ত করণে সড়ক পরিদর্শন করেছেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভপাতি সাহিদুজ্জমান খোকন ও বৃহত্তর কুষ্টিয়ার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলি আবু হেনা মোস্তফা কামাল।


শনিবার রাত সাড়ে আটটার দিকে গাংনী বাজার বাসষ্ট্যান্ড এর ট্রাফিক চত্বর থেকে সড়কের আশপাশ এলাকা পরিদর্শন শেষে এমপি সাহিদুজ্জামান খোকন বলেন, আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আমার এলাকাবাসির অনেক দিনের দাবি গাংনী-কুষ্টিয়া সড়কটি প্রশস্ত করা যাতে যানবাহন চলাচল নিরাপদ হয়। সেই দাবি এখন পুরণ হওয়ার পথে, অচিরেই র্স্তাা প্রশস্ত করণের কাজ বাস্তবায়নের মধ্যে দিয়ে এলাকার জনগণের দাবি পূরণ হবে।


প্রকৌশলি আবুহেনা মস্তোফা কামাল বলেন, জনগনের প্রতিনিধিরা সহযোগিতা করলে একটি এলাকায় যে কোন উন্নয়ন সম্ভব। আর রাস্তা প্রশস্ত করণের উদ্যোগ অবশ্যই এ এলাকার জনগণের জন্য মঙ্গল বয়ে আনবে।
এ সময় গাংনী পৌর মেয়র আশরাফুল ইলাম, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।