গাংনীর সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের ভাবনা চিন্তা।
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে তাঁর সকল ভাবনা চিন্তা। তাইতো তিনি মহান সংসদে সুযোগ পেলেই পিছিয়ে পড়া গাংনীর আপামর জনসাধারনের জীবন মান উন্নয়নের কথা ভেবে প্রস্তাব উত্থাপন করেন।
মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামান খোকন তিনি সব সময় এ এলাকার জনগনের উন্নয়নের কথা ভাবেন।
তাইতো এর আগে প্রথমে সংসদে বক্তব্য দিতে গিয়ে গাংনীর কৃষি ও কৃষকের জীবন মান উন্নয়ন কিভাবে হবে সে বিষয়ে কথা বলেন। সংসদে তিনি দাবি করেন গাংনী উপজেলার চিৎলা ভিত্তিপাট বীজখামারকে ঘিরে একটি কৃষি গবেষনা কেন্দ্র গড়ে তোলার। তার এ প্রস্তাবে কৃষিমমন্ত্রী সাড়াও দিয়েছেন এবং একটি উপ-গবেষনা কেন্দ্র স্থাপন করার আশ্বাস দেন।
সম্প্রতি ১১ জুন সংসদে তিনি গাংনী উপজেলার এতীম শিশুদের জন্য একটি সরকারি এতিমখানা স্থাপনের দাবি করেন। তাছাড়াও এ এলাকা সুবিধাবঞ্চিত জনগনের জন্য আর্থিক ও অন্যান্য সহায়তার হার বাড়ানোর জন্য দাবি পেশ করেন।
গাংনীতে ব্যাক্তি উদ্যোগে কয়েকটি এতিমখানা থাকলেও সেখানে এতিম শিশুদের সঠিক পরিচর্যা হয়না বলে তিনি মনে করেন। একারণে তিনি মহান সংসদে এতিম শিশুদের শিক্ষা ও সার্বিক জীবন মান সঠিকভাবে উন্নয়নে সরকারিভাবে একটি এতিমখানা স্থাপনের দাবি উত্থাপন করেন। সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের দাবির প্রেক্ষিতে সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান লাভলু আগামীতে গাংনীতে একটি সরকারি এতিমখানা স্থাপনের বিষয়টি ভেবে দেখবেন বলে তিনি সংসদে জানান।
এমপি সাহিদুজ্জামান খোকন গাংনীর উন্নয়নে সংসদ অধিবেশন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রানালয়ে ছুটাছুটি করে থাকেন। তার স্বপ্ন আগামীর গাংনী হবে একটি উন্নত গাংনী যেখানে কোন অভাব অনুযোগ থাকবেনা, তিনি চান গাংনীর সকল শ্রেনী পেশার মানুষের ভাগ্যের উন্নয়ন।