গাংনীর মহাম্মদপুরে শ্বশুর পরিবার কর্তৃক সৌদি প্রবাসী জাম্ইায়ের বাড়ী দখলের অভিযোগ
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


গাংনী সংবাদদাতা: মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামে শ্বশুর
পরিবার কর্তৃক সৌদি প্রবাসী জামাই ফারুকের বাড়ী দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ সৃত্রে জানা গেছে,ফারুক বিদেশ থাকা কালে তার চাচা শ্বশুর হানিফ,কুটুম সেলিম,স্ত্রী দিলরুবা খাতুন ব্যবসার কথা বলে ১১লক্ষ ৮৫হাজার টাকা ধার নিয়ে ইটের ভাটা শুরু করে হানিফ।ফারুক বিদেশ থেকে বাড়ি এসে পাওনা টাকা ফেরত চাইলে টাকার নেওয়ার কথা অস্বীকার করে চাচা শ্বশুর হানিফ। তার পর থেকে সংসারে নেমে আসে অশান্তি।পরে ফারুকের স্ত্রী দিলরুবা খাতুন,চাচা শ্বশুর হানিফ ও কুটুম সেলিম মিলে ফারুকের পাসপোর্ট আটকিয়ে ও নানা রকমের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ফারুকের জমিসহ বসত বাড়ীর অর্ধেক লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়।আবারো ফারুক বিদেশে চলে গেলে তার স্ত্রী দিলরুবা খাতুন ফারুক হোসেনের সাথে কোন যোগাযোগ না করে তার বাবা- চাচা ভাই মিলে ফারুকের জমিসহ বসত বাড়ি জোরপূর্বক দখল করে নিয়েছে।এবং বাড়িতে থাকা আসবাব পত্র বিক্রয় করার অভিযোগ করেন।
ফারুক লিখিত অভিযোগের মাধ্যমে জানান,তার স্ত্রী তার নামে মিথ্যা দুইটি যৌতুকের মামলা করেছে। এবং সবাই মিলে অসামাজিক আচরণ শুরু করে।আমার ছুটি শেষ হওয়ার কারনে আমি আইনের আশ্রয় নিতে পারেনি।দেশে থেকে বিদেশে আশার পর আমি জানতে পারি, আমার স্ত্রী আমার নামে দুই লক্ষ টাকার যৌতুকের মামলা করেছে।এবং আমার শ্বশুরের পরিবারের কারনে আমার স্ত্রী দীর্ঘদিন যাবত আমার সাথে অমানবিক আচরণ করছে।আমার শ্বশুরের পরিবারের জন্য আমি আমার স্ত্রী সন্তানের সাথে কোন যোগাযোগ করতে পারিনি।তাই আমি সাংবাদিক ও পুলিশের মাধ্যমে স্ত্রী ও সন্তানের সাথে যোগাযোগ করতে পারে সে জন্য উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছি।