গাংনীর বাওট থেকে ৮০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


বড় একটি ইয়াবার চালান নিয়ে সোহেল রানা বাওট বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তি¡তে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
নিজস্ব প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০০ পিচ ইয়াবাসহ সোহেল রানা (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোহেল রানা পার্শ্ববর্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের পূর্বপাড়া এলাকার আরজ আলীর ছেলে। সে গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে তার নানা মেঘা ধাপাই বাড়িতে বসবাস করে আসছিল।
বুধবার বেলা সাড়ে ৪টার দিকে বাওট বাজার থেকে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টীম তাকে গ্রেফতার করেন।
কুমারীডাঙ্গা ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বড় একটি ইয়াবার চালান নিয়ে সোহেল রানা বাওট বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তি¡তে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগের মধ্যে প্যাকেট করা অবস্থায় ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে গাংনী থানায় মাদক আইনে মামলা দিয়ে আসামী চালান দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার