

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালকে বদলী করা হয়েছে।
গত সোমবার খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার আদেশে ইউএনও মহোদয়কে খুলনা জেলার তেরখাদা উপজেলায় বদলী করা হয়েছে। একইসাথে গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে পদায়ন করা হয়েছে মাগুড়া জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানকে।দিলারা রহমান ৩০ তম বিবিএস থেকে পদায়ন পেয়েছেন।
অফিস সূত্রে জানা গেছে, আগামী রবিবার নাগাদ নতুন ইউএনও যোগদান করতে পারেন। প্রথমবারের মত গাংনীতে কোন মহিলা ইউএনওকে নিয়োগ দেয়া হয়েছে।
পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।