গাংনীর করমদীতে ছাদ ভেঙ্গে পড়ে গৃহবধূর মৃত্যু

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, মে ২৩, ২০১৯
Spread the love

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে বাড়ির গেটের ছাদ ভেঙ্গে পড়ে রাবেয়া খাতুন (৪৫) নামের এক গৃহবধূ মারা গেছে। গৃহবধূ রাবেয়া ওই গ্রামের মৃত ওসমান আলীর স্ত্রী।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির গেটের ছাদ ভেঙ্গে পড়ে রাবেয়ার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,রাবেয়া সকালের দিকে বাড়ির গেটের ছাদ বেয়ে তার ঘরের ছাদে উঠতে যান। এ সময় গেটের ফাটা ছাদ ভেঙ্গে গেলে,সে ছাদ মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান,খবর শুনে পুলিশের একটিদল সেখানে রয়েছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।