গাংনীতে সাপের কামড়ে আনসার সদস্যের মৃত্যু

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৯
Spread the love

গাংনী সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে সুজন আলী (২৯) নামের এক আনসার-ব্যাটালিয়ন সদস্যের মৃত্যু হয়েছে। সুজন গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের ঝোড়পাড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

শনিবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়,সুজন শুক্রবার রাতে নিজ ঘুমিয়ে ছিল। এ সময় বিষধর সাপে তাকে কামড় দিলে,অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখে শনিবার দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সুজন আনসার-ব্যাটালিয়ন সদস্য হিসাবে জেলার বাইরে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।