গাংনীতে বন্দুকযুদ্ধে- ৯ মামলার আসামী মনি নিহত : অস্ত্র ও গুলি উদ্ধার

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৯
Spread the love

গাংনী সংবাদদাতা : মেহেরপুরের গাংনীতে বন্দুকযুদ্ধের ঘটনায় মনিরুল ইসলাম ওরফে মনি (৩০) নামের ৯ টি মামলার আসামী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবী করা হয়। নিহত মনি গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মৃত ওসমান মোল্লার ছেলে।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কসবা-কচুইখালি গ্রামের মধ্যবর্তি মাঠে দু’দল সন্ত্রাসীদের মধ্য বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা ঘটে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, রাতে কসবা ও কচুইখালি গ্রামের মধ্যবর্তি মাঠে গোলাগুলির শব্দ হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় কসবা পুলিশ ক্যাম্পের একটিদল ঘটনাস্থল পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাগুলি বন্ধ হয়ে যায়। এ সময় ওই স্থান থেকে ১টি পিস্তল ও ১ রাউন্ড গুলি এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক ডাক্তার এমকে রেজা মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তি সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনি বলে পরিচয় নিশ্চিত করে স্থানীয়রা। নিহত মনির বিরুদ্ধে হত্যা-চাঁদাবাজ-বোমাবাজ ও মাদকদ্রব্য আইনে গাংনী থানায় ৯টি মামলা রয়েছে। নিহত মনির লাশ থানায় নেয়া হয়েছে।

উল্লেখ্য,গত ১ বছর আগে মনিরুল ইসলাম ওরফে মনির বড় ভাই জমশেদ আলী একই উপজেলার হেমায়েতপুর ও আমতৈল মানিকদিয়া গ্রামের মাঠের একটি কলাবাগানে বন্দুকযুদ্ধে নিহত হয়।

আজ শনিবার সকাল ১০টার দিকে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হবে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।