গাংনীতে নির্মাণাধীন ঘর থেকে ৬টি বোমা উদ্ধার
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে একটি নির্মাণাধীন ঘর থেকে ৬টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরের দিকে চৌগাছা গ্রামের জনৈক সালাউদ্দীনের নির্মাণাধীন ঘর থেকে ব্যাগে রাখা বোমাগুলো উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান,দুপুরের দিকে চৌগাছা গ্রামের সালাউদ্দীনের বাড়িতে শ্রমিকরা ঘর নির্মাণের কাজ করছিল। কোদাল দিয়ে শ্রমিকরা নির্মাণাধীন ঘরের মধ্য গর্ত খনন করার সময় বোমাগুলো দেখতে পায়।
এ সময় খবর দিলে,পুলিশের একটিদল ব্যাগে রাখা ৬টি বোমা উদ্ধার করে। সন্ত্রাসী চক্র নাশকতার লক্ষ্যে বোমাগুলো রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।