গাংনীতে ডিবি পুলিশের পৃথক অভিযান, মাদক উদ্ধার : ভারতীয় নাগরিকসহ আটক ২
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


গাংনী প্রতিনিধি : মেহেরপুর ডিবি পুলিশ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাঁজাসহ এক ভারতীয় নাগরিক এবং বাংলাদেশীকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া ও পলাশীপাড়ায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-ভারতের নদীয়া জেলার মারুটিয়া থানার মথুরাপুর গ্রামের ছলিম শেখের ছেলে সুমন (২৮) এবং গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের সুলতান আলীর ছেলে রব্বানী (৪৫)।
ডিবির এস আই আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনীর নওয়াপাড়ার চারচারা নামক স্থানে অভিযান চালিয়ে সুমন নামের এক ভারতীয় যুবককে আটক করা হয়। এসময় তার কাছে থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে উপজেলার পলাশীপাড়ায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ রব্বানী নামের আরো এক ব্যক্তিকে আটক করা হয়।
তাদের দুজনের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রবব্য আইনে দুটি মামলা এবং ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে আরো একটি মামলা দায়ের করা হয়।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার