খোকসায় জমিজমা সংক্রান্তে অসহায় বিধবা মহিলাকে পিটিনোর অভিযোগ

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাধীন মুরশীদপুর গ্রামের জমিজমা নিয়ে মারামারিতে একজন বিধবা মহিলা আহত।

জানা যায় মুরশীদপুরের মৃত কামাল শেখের স্ত্রী আন্না খাতুন এ ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া সদর হাসলাতালে চিকিৎসাধীন আছেন।আহত আন্না খাতুনের মেয়ে ডলি খাতুনের সাথে কথা বলে জানা যায় ভিকটিম এর প্রতিবেশি রেজাউল তার বাড়ির পানি গড়ানোর জন্য আন্নার বসতভিটাই জোর করে গর্ত করতে থাকে। এতে আন্না খাতুন বাধা দিলে রেজাউল তার ছেলে আলিফ এবং রেজাউল এর স্ত্রী পারলা খাতুন দেশীয় অস্ত্র রামদা ও বাশের লাঠি নিয়ে বিধবা আন্না খাতুনের উপর বেধরক মারপিট করে এবং পরবর্তীতে গর্ত করতে বাধা দিলে প্রাণনাশ এর হূমকী দেয়। এতে আন্না খাতুন গুরুত্বর আহত হলে তাকে রক্তাক্ত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন বিধবা আন্না খাতুন এর মাথায় অনেক জোরে আঘাত লেগেছে যার কারনে অনেক রক্তপাত হয়েছে এবং পরবর্তীতে মাথায় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, এছাড়া শরির এর অনেক যায়গায় মারের দাগ দেখা যায়। এদিকে রেজাউল প্রভাবশালী হওয়াই বিধবা আন্নার পরিবার থানায় মামলা করতে ভয় পাচ্ছে।তাই অসহায় বিধবা আন্না খাতুনের পরিবার সুশীল সমাজের প্রতিনিধি ও কুষ্টিয়া পুলিশ সুপারের সাহায্য কামনা করছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।