খালেদা জিয়ার কারামুক্তি কামনায় মিরপুর উপজেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মিরপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী দল বিএনপি মিরপুর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি কামনায় ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে মিরপুর পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মারফত আফ্রিদীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রহমত আলী রব্বান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের নেত্রীকে মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই লক্ষ্যে সবাইকে এক হয়ে সাংগঠনিক কার্যক্রম চালু রাখতে হবে। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামীতে বিএনপি’র সকল কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত ভূমিকা এখন সময়ের দাবি। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে একযোগে আন্দোলনে মাঠে নামতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি লতিফা আক্তার রোজি খান, যুগ্ম সাধারন সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মাহবুব আলম হারছেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুলতান আলী, পৌর ছাত্রদলের আহবায়ক ইফতেখার আলম শিল্পু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা প্রমুখ।
এসময় ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি/সম্পাদকসহ কয়েক শতাধিক বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।