খলিসাকুন্ডিতে আওয়ামীলীগের উদ্দ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খলিসাকুন্ডিতে ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে । বৃহ:বার বিকালে উপজেলার খলিসাকুন্ডি স্কুল মার্কেটস্থ আওয়ামী লীগের অফিসে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোর্শেদ হোসেন,আওয়ামী লীগ নেতাও মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মোল্লা, সাবেক ইউপি সদস্য রায়হান উদ্দিন, যুবলীগ নেতা এনামুল হক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক জুলমত হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৫ আগষ্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধজাত এই দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে। কিন্তু এত সহজেই কি মোছা যায় জাতীর জনকের নাম আর তার স্বপ্নজাত দেশটিকে? ইতিহাসে এই আমরাই তো একমাত্র জাতি যারা সশস্ত্র সংগ্রাম করে প্রত্যক্ষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি একটি মানুষের ডাকে, একটিমাত্র রণমন্ত্র কণ্ঠে ধারণ করে। সেই মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরো বলেন, যারা প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে জাতীর জনককে হত্যা করেছিল তাদের আমরা কঠোর শাস্তি চাই।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন খলিসাকুন্ডি স্কুল বাজার জামে মসজিদের ইমাম
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার