কুষ্টিয়া শৈলগাড়ী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৩জন আহত: আটক ৫
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের শৈলগাড়ী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনার ঘটেছে। বাড়ী ঘর ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে সাদবার, হোসেন, ইমান আলী ও নায়েম আহত হয়েছে। পুলিশ ৫জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন রাতুলপাড়া গ্রামের মৃত ইদবার বিশ্বাসের ছেলে আনিসুর রহমান ঝন্টু, নুরুন্নাহার, রেশমা খাতুন, মজির্না খাতুন ও মমতাজ বেগম।
জানা যায়, শৈলগাড়ী গ্রামে আধিপত্র বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েক বছর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। এরই জের ধরে গত বুধবার ও বৃহস্পতিবার বাড়ী ঘর ভাংচুর ও হামলার ঘটনা ঘটে। কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সজিবুল ইসলাম সজিব সহ ৫-৬ জনের বাড়ী ভাংচুর করে ইসাহক আলী, মাসুম আলী, সালামত শেখ, মানিক শেখ, কিয়াম শেখ কাদের, মোল্লা, বাবু, তরিকুল, একরাম, ওয়াজ আলী, রিপন, জাবেদ, জালাল সহ আরো ১৫-২০ জন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ এই ব্যাপারে ৫জনকে আটক করে। এই ঘটনায় শৈলগাড়ী গ্রামের দবির উদ্দিন বাদী কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এই ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, থানায় মামলা হয়েছে এবং ৫জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, শৈলগাড়ী এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।