কুষ্টিয়া রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর লিমিটেড এ মত বিনিময় সভায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমাদের দেশের মিল কারখানাগুলো আধুনিকায়ন করা হবে। এই মিল কারখানাগুলো যেন বন্ধ না হয় এবং বিদেশিদের ওপর আমাদের নির্ভরশীল হতে না হয় সে ব্যবস্থা সরকার গ্রহণ করবে।
রোববার দুপুরে কুষ্টিয়ায় অবস্থিত রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর লিমিটেড প্রতিষ্ঠান পরিদর্শকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কুষ্টিয়ার রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর লিমিটেড একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সারাদেশের চিনিকল গুলোতে যন্ত্রাংশ সরবরাহ করা হয়ে থাকে। আমরা পরিকল্পনা করে টেকনিক্যালভাবে এই প্রতিষ্ঠানটি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিল্পমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় চিনিশিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। কী কী কারণে চিনিশিল্পের লোকসান হচ্ছে তা খতিয়ে দেখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খাঁন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
কুষ্টিয়ায় রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর লিমিটেড প্রতিষ্ঠান পরিদর্শন ও বক্তব্য শেষে শিল্প মন্ত্রী কুষ্টিয়া চিনিকল পরিদর্শন করেন। এসময় তিনি চিনিকলের সমস্যাগুলি স্বচক্ষে পরিদর্শন করেন। দুপুরে শিল্পমন্ত্রী কুষ্টিয়া সার্কিট হাউজে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার