কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি হবে গণমাধ্যমকর্মীদের মুক্তবুদ্ধি চর্চা ও বিনোদন কেন্দ্র
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিতে গতকাল আন্ত:ক্রীড়ার সামগ্রী ও কেপিসি’র লাইব্রেরিতে শতাধিক গ্রন্থ প্রদান করা হয়। একটি বৃহৎ আকারের ক্যারাম বোর্ড, দুটি দাবা’র কোর্ট, একটি ফুটবল, ২টি ভলিবলসহ লাইব্রেরির জন্য শতাধিক গ্রন্থ প্রদান করা হয়।
এ সময় কেপিসি’র নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি হবে গণমাধ্যমকর্মীদের মুক্তবুদ্ধি চর্চা ও বিনোদন কেন্দ্র।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি মীর আল আরেফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, আরিফুজ্জামান লিপটন, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন, খ. তুহিন আহমেদ, দেবেশ চন্দ্র সরকার, শাহীন আলী, আখতারুজ্জামান রিপন, শাহাবুদ্দিন, আরাফাত হোসেন, মৌসুমী আক্তার শম্পা।
এ ছাড়াও দৈনিক আরশীনগর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রুমা এন্টারপ্রাইজের মালিক আশরাফুজ্জামান কিরণ, রেহেনা আলম রুমা উপস্থিত ছিলেন।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার