কুষ্টিয়া পুলিশ সুপারের আত্মীয় পরিচয় দিয়ে চাকরী দেয়ার নামে টাকা নিতেন প্রতারক শাকিল

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের নিকটাত্মীয় পরিচয়ে পুলিশ সদস্য পদে চাকরী পাইয়ে দেয়ার কথা বলে ১০লক্ষ টাকার ঘুষ নেয়া অভিযোগে শাকিল হোসেন(৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

সোমবার দুপুর দেড়টায় কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামের সামনে ঘুষের টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে গোয়েন্দা পুলিশের অভিযান চলাকালে শাকিল নামের ওই যুবককে দশ লক্ষ টাকার একটি চেকসহ আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানায।

গ্রেফতারকৃত শাকিল হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মধ্যপাডা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেন, “আমার আত্মীয় পরিচয় দিয়ে আগামী ১জুলাই পুলিশ সদস্য নিয়োগে নির্ধারিত দিনে পুলিশের চাকরী নিশ্চিত করা কথা বলে জনৈক এক তরুণীর কাছে থেকে ১০ লক্ষ টাকার চুক্তিতে টাকা লেনদেন হচ্ছে এমন অভিযোগ পেয়েই শাকিল নামের যুবককে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ আছে সে আরও বেশ কয়েক জনের কাছ থেকে প্রতারণা করে মোটা টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতার ওই যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে আদালতে সৌপর্দ করা হয়েছে।

সেই সাথে সর্বসাধারণকে সতর্ক করে এসপি বলে আগামী ১ জুলাই কুষ্টিয়া পুলিশ লাইনে পুলিশ সদস্য পদে লোক নিয়োগ হবে। যারা যোগ্য হবেন সরকার নির্ধারিত ফি ১০০ টাকায় তাদের চাকরি দেয়া হবে। কোনো অবৈধ প্রক্রিয়ায় টাকা লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি। এমন কোন অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।