কুষ্টিয়া পলিটেকনিক অডিটোরিয়ামে বিতর্ক প্রশিক্ষন কর্মশালা ও শো-ডিবেট অনুষ্ঠিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিবেদক: শোন, যুক্তিই আমার সৌন্দর্য স্লোগানে, এনডিএফ বিডি কুষ্টিয়া জোন ও কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে দিনব্যাপী বিতর্ক প্রশিক্ষন কর্মশালা ও শো-ডিবেট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়া পলিটেকনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্ক প্রশিক্ষন কর্মশালা, শো-ডিবেট ও কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিউট ডিবেটিং ক্লাব এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মশাররফ হোসেন, উদ্বোধনী অনুষ্ঠানে এনডিএফ বিডি কুষ্টিয়া জোনের মডারেটর ও কুষ্টিয়া সরকারী কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, আহসান কবীর রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনডিএফ বিডি কুষ্টিয়া জোনের উপদেষ্টা লেখক ও গবেষক ড. আমানুর আমান, কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী ইয়াকুব আলী, এনডিএফ বিডি কুষ্টিয়া জোন এর উপদেষ্টা, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব এর মডারেটর নাদিরা খানম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার স্পেস ইন্সটিটিউট এর চেয়ারম্যান জাহিদুল ইসলাম রনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ বিডি সেন্ট্রাল কমিটির কো-চেয়ারম্যান ও কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি শামীম রানা, শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট ডিবেটিং ক্লাব এর মডারেটর সাইদুর ররহমান ও কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এনডিএফ বিডি এর আহবায়ক শাহেদ আহমেদ শুভ ।

বিথর্ক শির্ক শিল্পের প্রয়োজনীয়তা, ইতিহাস ও বিতর্কের বিভিন্ন মডেল বিষয়ে প্রশিক্ষন দেন, সহযোগী অধ্যাপক, আহসান কবীর রানা, লেখক ও গবেষক ড. আমানুর আমান, এনডিএফ বিডি সেন্ট্রাল কমিটির কো-চেয়ারম্যান ও কুষ্টিয়া সরকারি কলেজ ডিবেটিং ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি শামীম রানা , এনডিএফ বিডির সিনিয়র সংগঠক মাহাফুজুুর রহমান ও কামরুল হাসান রোহিত।

প্রশিক্ষন শেষে বিতর্কের সংসদীয় মডেল শো ডিবেট এর বিষয় ছিলো ” এই সংসদ মনে করে, শুধুমাত্র আইন প্রণয়নের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব” অংশগ্রহন করেন সরকারি দলে রোহিত, ফাহিম ও রাহাত, বিরোধী দলে ছিলেন সাজিত সুমন, অর্পন ও মাইমুনা। পেশাজীবী মডেল বিতর্কের পেশা ছিলো ঘটক, ডাক্তার, ইমাম, হকার, কাজের বুয়া, টোকাই অংশগ্রহন করেন. তানভির আহমেদ কামরুল হাসান, আরাফাত, আননুর, তাসমিয়াহ এশা, নিবিড়। প্লানচেট মডেল বিতর্কে লালন শাহ ও হুমায়ুন আহমেদ চরিত্রে ছিলেন সাজিত সুমন ও রোকনুজ্জামান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী মাঝে পুস্কার বিতরন করেন প্রধান অতিথি অধ্যক্ষ মশাররফ হোসেন। সবশেষে এনডিএফ বিডির সংগঠকরা সাংস্কৃৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।