কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


কুষ্টিয়ায় ৪ থেকে ১৪ নভেম্বর সকল উপজেলায় আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা গতকাল দিনব্যাপী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী।
বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, শেখ গিয়াসউদ্দিন আহমেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমিনুল হক রতন, ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, নির্বাহী সদস্য হাবিবুল হক পুলক, তথ্য ও গবেষণা সম্পাদক আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, নির্বাহী সদস্য আলহাজ্ব মাযহারুল আলম সুমন, মমিনুর রহমান মমিজ, রেজাউল হক চৌধুরী, এড. শরীফ উদ্দিন রিমন, এড. আব্দুল হালিম, লিয়াকত আলী, বাবুল আক্তার, প্রভাষক তারিকুল ইসলাম, হাজী আখতারুজ্জামান মিঠু, এড. আসম আখতারুজ্জামান মাসুম, তাইজাল আলী খান, আখতারুজ্জামান বিশ্বাসসহ নেতৃবৃন্দ।
সভায় কুষ্টিয়ার ৬ টি উপজেলা ও কুষ্টিয়া শহর কমিটির ত্রি বার্ষিক সম্মলনের তারিখ ও সময় ঘোষণা করা হয়। কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ৭ নভেম্বর, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সম্মেলন ১৪ নভেম্বর, কুমারখালি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ১০ নভেম্বর, খোকসা উপজেলা আওয়ামীলীগ ১৩ নভেম্বর, দৌলতপুর উপজেলা আওয়ামিলীগ ৪ নভেম্বর, ভেড়ামারা উপজেলা আওয়ামিলীগ ৫ নভেম্বর, মিরপুর উপজেলা আওয়ামীলীগ ৬ নভেম্বর ।
প্রতিটি সম্মেলন সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। গতকাল সম্মেলন বাস্তবায়নের লক্ষে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ৭টি উপ কমিটি গঠন করা হয়েছে। যারা উপজেলা ও ইউনিয়নের সাথে যোগাযোগ করে যথাসময়ে সম্মেলন বাস্তবায়ন করবে।