কুষ্টিয়া গড়াই নদী থেকে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব সংবাদদাতা: কুষ্টিয়া গড়াই নদী থেকে সম্রাট (১৩) নামের এক চতুর্থ শ্রেণীর ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা ।
বৃহ:বার রাত সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া গড়াই নদী থেকে চতুর্থ শ্রেণী ছাত্র সম্রাট এর লাশ উদ্ধার করে । হাটশ হরিপুর গ্রামের মিন্টু আলীর ছেলে সম্রাট দুপুর দেড় টার দিকে গোসল করার উদ্দেশ্যে গড়াই নদীতে নামলে কিছুক্ষণ পরে তাকে আর দেখতে পাওয়া যায় না।
তারপর থেকে তার পরিবার পরিজন ও আত্মীয়স্বজনদের নিয়ে খোঁজাখুজি করতে থাকে। এর একপর্যায়ে একজন পেয়ারা বিক্রেতা জানান একটি ছেলে নদীতে গোসল করতে নামলে আর উঠে আসে নাই।
এরই ধারাবাহিকতায় এলাকাবাসী কুষ্টিয়া ফায়ার সার্ভিককে খবর দিয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন এবং খুজতে থাকে। ফায়ার সার্ভিসের কোন ডুবুরি না থাকায় প্রায় ৮ঘন্টার সন্ধানের পরে স্থানীয় জেলেদের জাল ব্যবহার করে এবং অনুসন্ধান চালায় অনুসন্ধানের একপর্যায়ে বৃহ:বার রাত সাড়ে ১১ টার সময় জেলেদের জালের সাথে সম্রাটের মৃত দেহ আটকায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় জেলেদের যৌথ প্রচেষ্টায় সম্রাটের মৃত দেহ উদ্ধার করে সম্রাট এর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
বিষয়টি সাংবাদিকদের নিকট নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আলী হোসেন সাজ্জাদ।