কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ইন্টারস্কুল ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ইন্টারস্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি নবম ও দশম শ্রেণীর মধ্যে অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকের সাথে প্রত্যেকের খেলা শেষে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করে। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক উৎপলা রানী সাহা, খুরশিদা খাতুন, পলি রানী প্রামানিক, আলিমুল আল রাজী, আজিজুর রহমান, সাখাওয়াত হোসেন, রুনা করিম, সোহেলী আফরোজ, ইয়াসমিন আক্তার, হেলেনা পারভীন, মিথিলা আক্তার, জুয়েল রানা, সিতারা আক্তার, সোনিয়া আফরোজ, তুহিনুর ইসলাম, ফারহানা আক্তার, শাকিলা আক্তার, জান্নাতী রুবায়েত, আফরিনা সুলতানা সহ অন্যান্য কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক জহিরুল ইসলাম ও ইমরান হোসেন।
খেলার ফালাফল: ১০ শ্রেণীর শিক্ষার্থীর ৭ উইকেটে ৯ম শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা টূর্নামেন্ট নির্বাচিত হয় দশন শ্রেণীর ছাত্র রুবায়েত ও ম্যান অব দ্যা ম্যাচ অয়ন।