কুষ্টিয়া করিমপুর বাড়ি ঘর ভাংচুর ও মারধর: প্রানের ভয়ে ৭দিন বাড়ি ছাড়া

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯
Spread the love

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের করিমপুর গ্রামের রফিকুল ইসলাম রফি (৫০) ও তার পরিবারকে মারধর ও বাড়ি ঘর ভাংচুর করায় প্রানের ভয়ে সাতদিন বাড়ি ছাড়া।

ঘটনাসুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৮ মে সন্ধ্যায় মৃত একরাম উদ্দিন জোয়ার্দ্দারের পুত্র রফিকুল ইসলাম রফি ও তার দুই মেয়ে নবম শ্রেনীর ছাত্রী সুমাইয়া (১৫) ও ষষ্ঠ শ্রেনীর ছাত্রী রুপা (১২) সহ তার পরিবারকে প্রতিবেশী তাইনুচ, সিদ্দীকসহ ৪-৫জনের একদল রফিকুল ইসলাম রফির বাড়িতে হামলা চালিয়ে রফি ও তার দুই মেয়েকে মারধর করে এবং বাড়ি ঘর ভাঙচুর করে বলে রফি জানায়।

তিনি আরোও জানা যায়, এখনো রফিকে মারার জন্য তাইনুজ বাহিনী রফিকে খুজে বেড়াচ্ছে। থানায় মামলা করলে তাকে আরে মারধর হবে এবং বাড়িতে থাকতে দেবে না বলে জানান। জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছে রফি। তিনি পালিয়ে থেকেও গ্রামের বিভিন্ন গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচারের জন্য ঘুরছেন। কিন্তু তাইনুজ বাহিনী প্রভাবশালী হওয়ায় এখনো রফি বিচার পাইনি। রফির দুই মেয়ে প্রানের ভয়ে স্কুলে যেতে পারছে না।

এই ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের সাথে কথা হলে তিনি জানান, পালিয়ে থাকা রফি থানায় এসে অভিযোগ দিলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।