কুষ্টিয়া এসবি সুপার ডিলাক্সের জিম্মিদশা থেকে হজ্জ যাত্রীদেরকে মুক্ত করে ঢাকা যাওয়ার সুযোগ করে দিলেন কুষ্টিয়া পুলিশ সুপার

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার রাত্রে কুষ্টিয়া এসবি সুপার ডিলাক্সের জিম্মিদশা থেকে ৪০ জন হজ্জ যাত্রীকে পবিত্র হজে যাবার সুযোগ করে দিলেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। শনিবার উক্ত ৪০ জন হজ্জ যাত্রী পবিত্র হজ্জ পালনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পুলিশ সুপারের নির্দেশে কুষ্টিয়া মডেল থানার কর্মকর্তা ও পুলিশ লাইনের উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদেরকের জিম্মিদশা থেকে মুক্ত করে অবশেষে রাত ২ টার সময় এসবি’র অন্য একটি এসি বাসে উঠয়ে দেন।

উল্লেখ্য যে, এসবি সুপার ডিলাক্সের কাছ থেকে ভাড়াকৃত এসি ম্যান রাত ৯.৩০ সময় হজ্জযাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও যথা সময়ে গাড়ী হাজির করতে পারেন নাই মালিক পক্ষ। এসবি কাউন্টার থেকে বলা হচ্ছে গাড়িটি নষ্ট, মেরামত করা হচ্ছে।

জানা গেছে, উক্ত গাড়িটি দুপুর ২টার সময় নষ্ট হলেও যথা সময়ে মেরামত না করতে পারায় হাজীদের মনে সন্দেহ সৃষ্টি হয় এদিকে রাতও বাড়তে থাকে। রাত ১২ টার সময় ঐ গাড়ীটি এসে রাজ্জাক তেল পাম্পের সামনে এসে গাড়ী ঘোরোতে গিয়ে স্টিয়ারিং লক হয়ে ধাক্কা মেরে পাম্পের পাশে অবস্থিত এটিএম বুথ ভেঙে ফেলে এবং গাড়ীর ফিছনের গ্লাসও ভেঙে ফেলে ড্রাইভার।


তখন হ্জ্জ যাত্রীদের ঢাকা যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে সকলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় স্থানীয়রা কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত মহোদয়কে ফোন দিয়ে বিষয়টি অবহিত করে এবং ৯৯৯ নং এ ফোন দিয়ে বিস্তারিত জানানোর মুহুর্তের মধ্যে কুষ্টিয়ার পুলিশ প্রশাসন হাজির হয়ে বিষয়টির সমাধান করে দেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।