কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ রুবেল রানা (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
Spread the love

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ রুবেল রানা (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব । গ্রেফতারকৃত রুবেল রানা কুষ্টিয়া ইবি থানার মনোহরদিয়া ইউনিয়নের কোন্দরপদিয়া এলাকার বাবর আলীর ছেলে ।

র‌্যাব জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন বটতৈল হইতে ত্রিমোহনী গামী বাইপাস এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার পাশে শাহাজাহান নামের এক চায়ের দোকানের সামনে হতে ৪৯ পিস ইয়াবাসহ কুষ্টিয়া ইবি থানার মনোহরদিয়া ইউনিয়নের কোন্দরপদিয়া এলাকার বাবর আলীর ছেলে রুবেল রানাকে গ্রেফতার করে। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ১টি মাদক মামলা দায়ের হয়েছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।