কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ সুমন (২৫) ও আমিরুল ইসলাম (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব । মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলার কুমারখালি উপজেলার পান্টি হতে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো : জেলার কুমারখালি উপজেলার বাগবাড়ীয়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে সুমন ও একই উপজেলার পান্টি এলাকার বাদশা শেখের ছেলে আমিরুল ইসলাম
র্যাব জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রাশিদুর রহমান লিটন মাস্টারের বাড়ীর সন্নিকটে সড়কের উপর অভিযান চালিয়ে জেলার কুমারখালি উপজেলার বাগবাড়ীয়া এলাকার মৃত আমিরুল ইসলামের ছেলে সুমন ও একই উপজেলার পান্টি এলাকার বাদশা শেখের ছেলে আমিরুল ইসলাম ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় ১টি মাদক মামলা দায়ের হয়েছে।