কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ এনামুল হক (৪২) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন ওসমানপুর বাজারস্থ জনৈক মোঃ আবুল কালাম এর ঔষধের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ইয়াবা-৯৬৫ পিছসহ ১ জন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ওসমানপুর আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল হক (৪২) কে গ্রেফতার করা হয়।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।