কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই মহিলা গ্রেফতার
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ সুমি খাতুন (২৫) ও মরিয়ম বেগম মিতু (৪০) নামের দুই মহিলাকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করে ।
র্যাব জানায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন হাউজিং-বি, গোল পুকুর বস্তির মাথায় অভিযান চালায় ।
এসময় জনৈক মোঃ রফিকুল ইসলাম এর টিনের বাড়ী সংলগ্ন পাঁকা রাস্তার উপর হতে কুষ্টিয়া সদরের হাউজিং-বি, গোলপুকুর বস্তি এলাকার মৃত রোহান ফেরদৌসের স্ত্রী সুমি খাতুন ও একই এলাকার জুলফিকার আলীর স্ত্রী মরিয়ম বেগম মিতুকে ১৮ বোতল ফেন্সিডিল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল, ৪টি সিমকার্ড ও নগদ ২,১০০/- টাকাসহ গ্রেফতার করে।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানায় ১টি মাদক আইনে মামলা হয়েছে ।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার