কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে মাসব্যপী ডেঙ্গু প্রতিরোধে গণ সচেতনতা অভিযানের উদ্বোধন।

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্দ্যোগে মাসব্যপী ডেঙ্গু প্রতিরোধে গণ সচেতনতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।সোমবার সকাল ৯টায় কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সামনে মানুষের মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে করনিয় সম্বলিত লিফলেট বিতরন করে মাসব্যপী এই কর্মসূচির উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাজাহান আলি। এসময় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড.মো: জহরুল ইসলাম, কাজী আরিফ স্বৃতি সংসদের সাধারন সম্পাদক মো: কারশেদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরনকালে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাজাহান আলি জানান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সম্মনয়ে গঠিত সেচ্ছাসেবকের দুইটি দল মাসব্যপী কুষ্টিয়া জেলার সমস্ত বাড়ী বাড়ী যেয়ে এই ডেঙ্গু রোগ প্রতিরোধে করনিয় সম্বলিত লিফলেট বিতরন করবে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।