কুষ্টিয়ায় মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধ বিক্রয়ের দায়ে ৪ ফার্মেসীতে ১লক্ষ ১০ হাজার টাকা জরিমানা
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এলাকার ৪ ফার্মেসিতে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহষ্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে জেলা ঔষধ তত্ত্বাবধায়ক ওয়াহিদুর রহমান ও র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ১৯৪০ সালের বাংলাদেশ ঔষুধ আইনের বিধি লঙ্ঘন করে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে কোহিমা ফার্মেসীকে ৩০ হাজার টাকা, রাসেল ফার্মেসীকে ২০ হাজার টাকা, মেরিন ফার্মেসীকে ৩০ হাজার টাকা ও ন্যাশনাল ড্রাগ হাউজকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়। সেই সাথে এসব ফার্মেসী থেকে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রার্ড বিহীন নকল জব্দ ও ধ্বংস করা হয়।
কুষ্টিয়া ঔষধ তত্ত্বাবধায়ক ওয়াহিদুর রহমান জানান, নিয়মিত ঔষধের দোকান পরিদর্শনের অংশ হিসেবে এই অভিযানে জেনারেল হাসপাতাল এলাকার কয়েকটি ফার্মেসীতে এসব ঔষধ পাওয়ায় তাদের জরিমানা আদায়সহ ভবিষ্যতে এধরণের কাজ থেকে বিরত থাকার সতর্ক করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কষ্টিয়া সদর উপজেলার ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী জানান, মানুষের জীবন রক্ষাকারী ঔষধ বিক্রয়ে এধরণের বিধি লঙ্ঘনকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।