কুষ্টিয়ায় মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত নজরুল সংগীত শিল্পি খালিদ হোসেন।
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


কুষ্টিয়া প্রতিনিধি: চিরনিদ্রায় শায়িত হলেন ২১শে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত নজরুল সংগীত শিল্পি খালিদ হোসেন । বৃহস্পতিবার বাদ এশা তারাবি নামাজের পড় রাত ১০টায় কুষ্টিয়ার কেন্দ্রীয় পৌর-গৌরস্থানে ৩য় জানাযা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয় তাকে।
উক্ত জানাযায় শিল্পি খালিদ হোসেনের একমাত্র সন্তান আসিফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ মরহুমের আত্বীয়-স্বজন, ভক্ত ও রাজনৈতিক, সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
একুশে পদক পাওয়া খ্যাতিমান শিল্পী ও সঙ্গীতগুরু খালিদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে দশটায় ঢাকায় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে মারা যান। তিনি হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
হাসপাতাল থেকে শিল্পীর মরদেহ ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে তার বাসায় নিয়ে যাওয়া হয়। শিল্পীর মুত্যুর সংবাদ পেয়ে শিল্পী ও সংস্কৃতিসেবীরা তার বাসায় গিয়ে শেষ শ্রদ্ধা জানান।
বৃহষ্পতিবার ভোরে ফজর নামাজের পর মোহাম্মদপুরে তার বাসার কাছে বায়তুল আমান মিনার মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় শিল্পীর মরদেহ ধানমন্ডিতে নজরুল ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। এখানে শিল্পী এবং ইন্সটিটিউটের কর্মকর্তা ও কর্মচারীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে নজরুল ইন্সটিটিউটে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য, বুধবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন শিল্পি খালিদ হোসেন। এরপর বৃহস্পতিবার সন্ধায় ঢাকা থেকে তার লাশ নিজ গ্রামের বাড়ী কুষ্টিয়া এসে পৌছায়।