কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি/ ০৫আগষ্ট,২০১৯: কুষ্টিয়া কুমারখালী থানার হেরোইন/মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্ত হলেন- কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মৃত: আবু বকর এর পূত্র মো: শাহিনুল ইসলাম(৩৮)।

আদালত সূত্রে জানায়, ২০১৮ সালের ২১ মার্চ, সকাল সাড়ে ৭টায় কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে আসামী শহিদুলের বাড়িতে বসত ঘরে তল্লাশি করে শয়নকক্ষের একটি আলমারি থেকে সাদা পলিথিন মোড়ানো প্যাকেটে ৫০গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে আটক করেন পুলিশ। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামী শাহিনুলের বিরুদ্ধে এএসআই মো: আতোয়ার হোসেন বাদি হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের দ:বি: ১৯এর (১) ধারার ১(খ) ধারায় মামলা করে কুমারখালী থানায় সৌপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১৩জুলাই আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সকরারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, আসামী শহিদুলের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জ গঠন পূর্বক রাষ্ট্রপক্ষে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে হেরোইন ব্যবসায় জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় এই রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালত। একই সাথে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১বছর কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।