কুষ্টিয়ায় মাদক মামলায় দৌলতপুরের মহিষকুন্ডির মিলন মন্ডলের যাবজ্জীবন কারাদন্ড
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি/১৪আগষ্ট,২০১৯: কুষ্টিয়া ভেড়ামারা থানার হেরোইন/মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত হলেন- দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের আবু মন্ডলের ছেলে মিলন মন্ডল(৩৫)।
আদালত সূত্রে জানায়, ২০১৬ সালের ৩০ এপ্রিল, বিকাল ৬টায় ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামে পুলিশী অযিানকানকালে দৌলতপুর-ভেড়ামারা সড়কের মহিষাডোরা নামক স্থান থেকে আসামী মিলনকে পলিথিনে মোড়ানো ৫০গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ। পরে উদ্ধারকৃত আলামতসহ আসামী মিলনের বিরুদ্ধে এএসআই মো: আকতারুজ্জামান বাদি হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের দ:বি: ১৯এর (১) ধারার ১(খ) ধারায় মামলা করে ভেড়ামারা থানায় সৌপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মে আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।
কুষ্টিয়া জজ কোর্টের সকরারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, আসামী মিলনের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জ গঠন পূর্বক রাষ্ট্রপক্ষে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে হেরোইন ব্যবসায় জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় এই রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালত। একই সাথে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১বছর কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার