মাদক মামলায় দৌলতপুরের ৫ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি/ ২২সেপ্টেম্বর,২০১৯: কুষ্টিয়া দৌলতপুর থানার ফেন্সিডিল/মাদক মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুর দেড় টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে দুই আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত হলেন- দৌলতপুর উপজেলার আতারপাড়া চিলমারি গ্রামের মৃত: আহাম্মদ হাওলাদারের ছেলে আলমগীর(৩৫), আকরব আলীর ছেলে সেলিম উদ্দিন(৪০), পলাতক আসামীরা হলেন- জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আজিম উদ্দিন, মসলেম খাঁর ছেলে সাইফুল এবং আজিজুল হাওলাদারের ছেলে সুফিয়ান।
আদালত সূত্রে জানায়, ২০১৮ সালের ০৫ জানুয়ারী সন্ধা পৌনে ৬টায় ভারত বাংলাদেশ সীমান্তের ম্যাপশীট নং ৭৮ডি/১২ এবং সাব পিলার নং ৮১/২ এর নিকট থেকে ফেন্সিডিল পাচারকালে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালানের সময় পাচারকারীরা ৫০২ বোতল ফেন্সিডিল ফেলে যায়। পরে স্থানীয়দের সনাক্ত মতে পাঁচ আসামীকে চিহ্নিত করেন বিজির সদস্যরা। পরে উদ্ধারকৃত আলামতসহ ৫জনের নামোল্লেখ করে ৪৭বিজিবি’র সি কোম্পানীর নায়েব সুবেদার গোলাম কাওসার বাদি হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের দ:বি: ১৯এর (১) ধারার ১(খ) ধারায় মামলা করে দৌলতপুর থানায় সৌপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।
কুষ্টিয়া জজ কোর্টের সকরারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, আদালতে দাখিলকৃত চার্জশীটে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগের চার্জ গঠন পূর্বক রাষ্ট্রপক্ষে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে ফেন্সিডিল ব্যবসায় জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় এই রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালত। একই সাথে প্রত্যেক আসামীর ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১বছর কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।