কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নবনির্মিত ভাস্কর্য উদ্বোধন করলেন মাহবুব-উল-আলম হানিফ এমপি

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর নবনির্মিত ভাস্কর্যের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার(১৩ আগষ্ট) কালেক্টরেট চত্বরে সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাস্কর্যটি উদ্বোধন করেন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মাহবুব-উল-আলম হানিফ এমপি।

প্রধান অতিথির বক্তব্যে জনাব হানিফ বলেন বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামীলীগের সম্পদ নয় তিনি গোটা বাঙালী জাতির সম্পদ। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা। প্রত্যেকটি রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষের নৈতিক দায়িত্ব হল বঙ্গবন্ধুকে সম্মান করা। বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা হিসেবে স্বীকার করে না তারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না।

জেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-০১ আসনের সাংসদ আ.ক.ম সরোয়ার জাহান বাদশাহ্, কুষ্টিয়া-০৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দীন খান, সাধারণ সম্পাদক আসগর আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মানিক কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু প্রমুখ।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। অনুষ্ঠানে ভাস্কর্য নির্মাণে সহায়তাকারী প্রতিষ্ঠান বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, দৌলতপুরের উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, কুমারখালীর উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সুরেকা সহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আবৃত্তি পরিষদের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।