কুষ্টিয়ায় নিজের বাসা থেকে মশা’র ঔষধ এনে জনগনের জন্য ফগার মেশিনে ছিটালেন পুলিশ সুপার

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৯
Spread the love

গণপরিবহনে ও পথচারীদের হাতে হাতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া মজমপুর গেটে গতকাল সকালে গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন খোদ পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) নিজেই। নিজের ব্যক্তিগত অর্থে বাসার জন্য খরিদকৃত মশা মারার ঔষধ নিয়ে এসে তা জনগনের জন্য ফগার মেশিন নিজ হাতে তুলে নিলেন তিনি। গতকাল মজমপুর গেটে ফগার মেশিন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেনতামুলক লিফলেট বিতরণ করেন পুলিশ সুপার। এ সময় গণপরিবহনের যাত্রীদের, বিশ^বিদ্যালয়ের পরিবহনের ছাত্র- ছাত্রীদের, পথচারীদের হাতে হাতে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপারের মুদ্রণকৃত লিফলেট তুলে দেন মানবতার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মডেল থানার ওসি নাসির উদ্দিন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন শ্যামলীসহ কেপিসির সর্বস্তরের সাংবাদিক, ফটো সাংবাদিক উপস্থিত ছিলেন। উপস্থিত পথচারীরা পুলিশ সুপারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ঋন স্বীকার করেন।

এ প্রতিবেদককে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) বলেন, পুলিশ জনগনের সেবাই নিয়োজিত। সেই মানুষই যদি না বাঁচে তাহলে আমরা কার সেবা করবো। সবার উপরে মানুষ সত্য। একথাটি ভেবেই নিজের দায়িত্ববোধ থেকে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছি। জনগনের কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারি না।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।