কুষ্টিয়ায় ডেঙ্গু কেড়ে নিলো মেডিকেল অফিসার ডাঃ রিন্টু কে
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার চৌধুরী নুরুল নাহার হাসপাতালের মেডিকেল অফিসার ও ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর সভার সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ এ কে এম কাওছার হোসেন এর জামাই ডাঃ রাশেদুজ্জামান রিন্টুর ’ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছেন তার নিকটতম আত্মীয়।
ভেড়ামারা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর সভার সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ এ কে এম কাওছার হোসেন জানান, কুষ্টিয়ার চৌধুরী নুরুল নাহার হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাশেদুজ্জামান রিন্টু গত এক সপ্তাহ ধরে জ্বর ও লিবারে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তিনি তার নিজের চিকিৎসা নিজে করে আসছিলো। শুক্রবার রাতে ডাঃ রাশেদুজ্জামান রিন্টু অসুস্থ্য হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার চৌধুরী নুরুল নাহার হাসপাতালের ভর্তি করে। শনিবার তার অবস্থা আশংকা জনক হলে তাকে সনো টাওয়ারে নেওয়া হয়। সেখানে সে রক্ত বমি করতে থাকে অবস্থা আংকাজনক হলে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং মারা যায় ।
।
এ দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সুত্রে জানা যায় রাশেদুজ্জামান রিন্টুর নামে কোন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়নি বলে হাসপাতালের কর্তাব্যরত ডাক্তার সাংবাদিকদের নিশ্চিত করেছে ।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার