কুষ্টিয়ায় চাঁদের পরী প্রসাধনী সামগ্রী প্রস্তুতকারসহ দোকানে পঁচা অল টাইম কেক বিক্রয় করার অপরাধে জরিমানা
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


গায়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, মোড়কে লেভেল না থাকা ও মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে প্রসাধানী তৈরীর কারখানা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ায় চাঁদের পরী প্রোডাক্টস্ নামে প্রসাধন সামগ্রী প্রস্তুতকারককে ১ লক্ষ টাকা জরিমানা সহ ২টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ।
রবিবার কুষ্টিয়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক কুষ্টিয়া চাদের পরী প্রোডাক্টস্, ৪৪, আব্দুল জব্বার সড়ক, আড়ুয়াপাড়া, মালিক ইলিয়াছ শাহকে পণ্যের মোড়েকে, উপাদান উল্লেখ না থাকা,মেহেদী পেস্ট এর ড্রামে কোন লেবেল না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং স্কিন লাইট ফেয়ারনেস এন্ড ঘামাচি পাউডার হারবাল পদ্ধতিতে তৈরির মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় ৫০ হাজার টাকা সহ মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অপর একটি প্রতিষ্ঠান মেসার্স বর্ণ এন্টার প্রাইজ এর মালিক সালাউদ্দিন আল মামুনকে পঁচা অল টাইম কেক দোকানে বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, চাঁদের পরী প্রোডাক্ট প্রতিষ্ঠানের মালিক ইলিয়াস শাহ বিভিন্ন হারবালের নাম ব্যবহারে কার্যত: বিভিন্ন কেমিকেলের মিশ্রনে কয়েক ধরনের প্রসাধনী তৈরী ও বাজারজাত করে আসছিলেন। এসব পন্যে আদৌ কোন হারবাল ব্যবহার করা হতো না এবং এসব পণ্যের কোন বিএসটিআই অনুমোদনও নেই। মিথ্যা বিজ্ঞাপন প্রচার এবং বিএসটিআই অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে এবং সেই সাথে এসব পন্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধি শেখ মহিদুল হক, জেলা সেনেটারী ইনেসপেক্টর ইনসাফ হোসেন ও পুলিশ প্রশাসন।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার