কুষ্টিয়ায় চলেনি ওষুধ ফার্মেসি মালিকদের ডাকা ধর্মঘট
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ায় হঠাৎ করেই ওষুধ ফার্মেসি বন্ধে চরম বিপাকে পড়েছিলেন রোগী ও রোগীর স্বজনরা। সোমবার সকাল থেকেই শুরু হয় ওষুধ ফার্মেসি মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট। তবে বেলা বাড়ার সাথে সাথে শহরের ওষুধ ফার্মেসি গুলোর মালিকদের ফার্মেসি বন্ধে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলেনি। ফার্মেসি মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে তা প্রত্যাহার হতে শুরু করে।
কুষ্টিয়া শহরের কয়েকজন ফার্মেসি মালিক নামপ্রকাশ না করার শর্তে জানান,কোনো কিছু না বোঝেই প্রশাসন থেকে মাঝে মাঝেই অভিযান চালিয়ে আমাদের কাছ থেকে জরিমানা আদায় করছে। কোনো ফার্মেসি মালিক অপরাধ করলে অবশ্যই ব্যবস্থা নিবে প্রশাসন। তবে জরিমানার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করবে এটা কোন ধরনের কথা। জরিমানার টাকায় কি সরকার চলে? তা কিন্তু নয় তবে কেনো এই জরিমানা আদায় করে ওষুধ ফার্মেসির মালিক গুলোকে পথে বসানো হচ্ছে এ প্রশ্নের জবাব চাই আমরা। আমাদের সমিতির সভাপতি প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রফিকুল আলম টুকু বলেন,ওষুধ ফার্মেসি বন্ধের সিদ্ধান্ত নেয় শহরের ফার্মেসি মালিক গুলো। এতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। ফার্মেসি মালিকদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন কুষ্টিয়া শহরের ফার্মেসি গুলোতে কোনো কিছু না বোঝেই মাঝে মাঝেই অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে প্রশাসন। এতে ফার্মেসি মালিকদের গুনতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এরই প্রতিবাদে মঙ্গলবার তারা সকাল থেকে ফার্মেসি বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে আমি নিজেই ফার্মেসি মালিক নেতৃবৃন্দদের ডেকে ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেছে।