কুষ্টিয়ায় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক- ১

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯
Spread the love

দ্য বিডি রিপোর্ট প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ী ইউপি’র খেজুর তলা গ্রামের এক ব্যাক্তি থানায় অভিযোগ করেন তার ১১ বছরের মেয়েকে শুক্রবার দুপুরের দিকে বৃষ্টিপাতের সময় দোকানে রেখে বাড়ীতে যায়।

এসময় বিড়ি কিনতে আসা খেজুর তলা গ্রামের মৃত আবুল হোসেন মেম্বার এর মেজ ছেলে সলেমান গোসাই (৫৩) যৌন হয়রানি করে। শিশু মেয়েটি খেজুর তলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী।

উক্ত অভিযোগটি ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন শেখ আমলে নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এস. এম তানভীর আরাফাত (পিপিএম-বার) এর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন ।

পুলিশ সুপার এস. এম তানভীর আরাফাত এর দিক নির্দেশনায় ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন শেখ পাটিকাবাড়ী ক্যাম্পের এ.এস.আই আনারুল ও এ.এস.আই কালামকে সাথে নিয়ে এক শ্বাসরুদ্ধকর অভিযানে নামেন। মিরপুর থানার দূর্গম মাজিহাট এলাকার কর্দমাক্ত মাঠ থেকে কাদা মেখে শনিবার রাত সাড়ে ১২টার দিকে আসামী সলেমান গোসাইকে আটক করতে সক্ষম হন।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।