কুষ্টিয়ায় গরম পানি নিক্ষেপে শিশুর দেহ ঝলসানো মামলায় বৃদ্ধার ১৪ বছর কারাদন্ড
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে শিশুর দেহ ঝলসানো ভেড়ামার থানার অপর একটি মামলায় বালা খাতুন(৬০) নামের এক বয়স্ক মহিলার চৌদ্দ বছর কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো: মশিয়ার রহমান আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
সাজাপ্রাপ্ত বালা খাতুন ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত জবান কারিগরের স্ত্রী
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪অক্টোবর বিকেলে পূর্ব শত্রæতার জের ধরে মামলার বাদি ভেড়ামার উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো: শামীম হোসেনের নাতনী রাফিয়া খাতুন(৯) প্রতিবেশী আসামী বালা খাতুনের শিশু নাতি লিখনের সাথে বাড়ির উঠানে খেলা করা সময় মারামারি করে। এতে ক্ষুব্ধ বালা খাতুন চুলার উপর থেকে ফুটন্ত গরম পানি নিক্ষেপ করে শিশু রফিয়ার গায়ে। এতে শিশু রাফিয়ার দেহ ঝলসে যায়।
এঘটনায় ভেড়ামারা থানায় করা মামলাটি তদন্ত শেষে আসামী বালা খাতুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন দ:বি: ২০০০ এর ৪(২)(খ) ধারায় অভিযোগ এসে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। বিজ্ঞ আদালত মামলাটির চার্জ গঠনান্তে স্বাক্ষ্য শুনানী শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় বালা খাতুন নামের বৃদ্ধার চৌদ্দ বছর সশ্রম কারাদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডাদেশ দেন আদালত।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার