কুষ্টিয়ায় ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি : জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুষ্টিয়া পৌর অডিটোরিয়ামে বিজয়-ফারিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গেলো বছর জুন মাসে দীর্ঘ দিনের বান্ধবী ফারিয়া ইরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এনামুল হক বিজয়। এক বছরেরও অধিক সময় পর এবার তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজিত হল।
অনুষ্ঠানস্থলে আসেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা ক্রীড়া সংস্থার খন্দকার ইকবাল মাহমুদ, সাব্বির কাদের সাবু সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ পরিবারের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবার (১৮ আগস্ট) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, কুষ্টিয়ার এ কৃতি সন্তান এনামুল হক বিজয়ের সহধর্মিনী ফারিয়া ইয়াসমিন ইরা ইউল্যাবে (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) বিবিএ’তে পড়ছেন। বিজয়ের সাথে তার দীর্ঘ দিনের প্রণয়, ২০১৮ সালের ২৯ জুন যা গড়ায় পরিণয়ে।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার