কুষ্টিয়ায় ক্যারিয়ার প্ল্যানিং ও উচ্চ শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি : বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতা মুলক যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ক্যারিয়র প্ল্যানিং ও উচ্চ শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ও হালসা আদর্শ ডিগ্রী কলেজে উদ্যোগে হালসা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাজাহান আলী। বিষয় ভিত্তিক মূখ্য আলোচক হিসেবে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জহুরুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন, মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী,হালসা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য জুলফিকার আলী,মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারন সম্পাদক কারশেদ আলম।
এসময় সেখানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ফজলুর রহমান, হামিদুল ইসলাম,সভা পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল আজিজ।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার