কুষ্টিয়ায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ও নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ উদ্বোধন আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: রবিবার সকালে জেলা প্রশাসন কুষ্টিয়া’র আয়োজনে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্ত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশা, মাননীয় সাংসদ, কুষ্টিয়া-১, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস এম তানভীর আরাফাত পিপিএম(বার), সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া।
শান্তি শৃংখলা রক্ষা ও মাদক বিরোধী অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম(বার), পুলিশ সুপার মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৯ উপলক্ষে কুষ্টিয়া কালেক্টরেট থেকে বণ্যার্ঢ র্যারী বের হয় উক্ত র্যালিটি শহর প্রদক্ষিন করে কালেক্টরেট প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালিতে সরকারী বেসরকারী কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
অপর দিকে, পুলিশ জনতা হাতে হাত বাল্যবিবাহ রুখে যাক, জঙ্গিবাদ নিপাত যাক জনতা মুক্তি পাক, সন্ত্রাস, উগ্রবাদ এবং অপরাধের হুমকি থেকে এই জেলার মানুষকে সুরক্ষিত রাখুন’ এমন স্নোগানকে সামনে রেখে শুরু হয় কুষ্টিয়ায় বসবাসরত সম্মানিত মানুষের তথ্য সংগ্রহের জন্য নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯।
‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯’ উপলক্ষে রবিবার কুষ্টিয়া পুলিশ কুষ্টিয়ার আয়োজনে “নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ”২০১৯ এর শুভ উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে র্যালীটি শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার কুষ্টিয়া এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আজাদ রহমান, মিরপুর সার্কেল ফারজানা শরীফ, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ, ট্রাফিক ইন্সপেক্টর ফখরুল আলম সহ কুষ্টিয়ার সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
সকালে ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে কুষ্টিয়া পুলিশ লাইনে এসে শেষ হয়। র্যালীতে কুষ্টিয়ার জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ র্যালীতে অংশগ্রহন করেন। এ সময়ে পথচারীদের মাঝে ‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯’ এর লিফলেট বিতরণ করা হয়। নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ চলবে ২৩ জুন থেকে ২৯ জুন পর্যন্ত।
র মান্নান ও জনির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।