কুষ্টিয়ায় আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


সরকার পিছিয়ে পড়া জনগোষ্টির শিক্ষা নিশ্চিত করতে
বিশেষ বৃত্তি ও উপকরনের ব্যবস্থা করেছে- ডিসি আসলাম হোসেন
গতকাল কুষ্টিয়া সদর উপজেলা হল রুমে আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতির অনুকুলে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করেন।
নিজস্ব প্রতিবেদক : আদিবাসী শিক্ষার্থীদের শতভাগ লেখাপড়া নিশ্চিত করার লক্ষে সরকার তাদের বিশেষ বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরন প্রদানের ব্যবস্থা করেছেন। গতকাল কুষ্টিয়া সদর উপজেলা হল রুমে আদিবাসী শ্রমজীবি সমবায় সমিতির অনুকুলে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তি ও শিক্ষা উপকরন বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। বিনা বেতন অধ্যায়নসহ তাদের শিক্ষা বৃত্তি ও উপকরন দিয়ে সহযোগীতা করছে। কোন পরিবারের সন্তান যেন প্রাথমিক শিক্ষা থেকে বাদ না পড়ে তার জন্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, বর্তমানে ছেলে ধরা সন্দেহে একটি গুজব বের হয়েছে এব্যাপারে আইন হাতে তুলে না নিয়ে সন্দেহ হলে আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানোর পরামর্শ প্রদান করেন।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার