কুষ্টিয়ার মিরপুরে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন:থানায় মামলা দায়ের,ধর্ষক পলাতক
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


মিরপুর সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামে ১৩ বছরের এক স্কুলছাত্রী সিংগাপুর ফেরত প্রতিবেশী কতৃক ধর্ষিত হয়েছে মর্মে চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ধর্ষকের নাম জসিম সর্দার (৪৮)। সে একই গ্রামের নজরুল সর্দারের ছেলে। পাশবিকতার শিকার ওই ভিকটিম নওদা গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে মিরপুর থানায় ১৪ জুন মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১২।
মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেণ্ড অফিসার এস আই বোরহানুল ইসলাম সত্যতা স্বিকার করে বলেন, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারী অবুঝ শিশুটি (ভিকটিম) পাশবিকতার শিকার হয়। ভিকটিমের অস্বাভাবিক শারিরীক পরিবর্তনের এক পর্যায়ে গত ৯ জুন তার আলট্রা সনোগ্রামে ধরা পড়ে সে ২২ সপ্তাহের অন্তঃসত্তা। তারপরই বিষয়টি জানাজানি হয়।