কুষ্টিয়ার জোতপাড়া গ্রামে ঝাড়ু,ফুক ও জ্বীন দিয়ে মরনব্যাধীর চিকিৎসা
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার জোতপাড়া গ্রামের ভন্ড বসিরের স্ত্রী ঝাড়ু,ফুক ও জ্বীন দিয়ে মরনব্যাধীর চিকিৎসা চালিয়ে যাচ্ছে। হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের জোতপাড়া গ্রামের বসির উদ্দিনের স্ত্রী দীর্ঘদিন থেকে চিকিৎসার নামে মানুষকে প্রতারিত করে ঝাড় ফুঁক আর তাবিজ দিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সর্ব রোগের চিকিৎসা দেয়া হয় ও তার কাছে জীন আছে এই বলে সে মানুষকে প্রতারিত করছে। এবং এই বসিরের স্ত্রী দাবী করেন তার পেটে কোন এক নবী জন্মগ্রহন করতে যাচ্ছে ।
সরেজমিনে গিয়ে বেরিয়ে এসেছে কবিরাজের ভন্ডামির তথ্য। প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, ক্লাস থ্রী পর্যন্ত লেখাপড়া করেছেন বসিরের স্ত্রী, ৫বছর আগে বসিরের ১ম স্ত্রী মরনব্যাধী ক্যান্সারে মারা যায় পরে ২য় স্ত্রী কে বিয়ে করলে কিছুদিন পরে সেই স্ত্রীর সাথে বসিরের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আজ ৬মাস আগে বসির এই ভন্ড মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর এই ভন্ড মহিলা এসেই শুরু করেছে মানুষকে ঠকিয়ে নানা ধরনের। সে কোনো ঔষধ ছাড়াই সব ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে থাকেন। মরন ব্যাধী ক্যান্সার টিউমার,ডায়াবেটিকস সহ পরিবারের অশান্তি অমিল ভালোবাসায় জোড়া লাগিয়ে দেন এই ভন্ড বসিরের স্ত্রী। জোতপাড়া গ্রামের মাজেদার বোন বহদিন ধরে কিডনির সমস্যা রোগে ভুগছিলেন তাকে বলা হয় এ রোগ খুব নিমেষেই ভালো হয়ে যাবে যদি উল্টো স্রোতের পানি ধরে আনতে পারেন। তবে ভন্ড বসিরের স্ত্রীর কথামত উল্টো স্রোতের পানি নিয়ে গেলে সে তার শরীরে ভর করে থাকা জ্বীন দিয়ে রোগের চিকিৎসার আমল দিয়ে দেন। এবং তার কাছ থেকে হাতিয়ে নেয় ২০০১ টাকা, তারকথা মত চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যাওয়ার ৫ দিনের মাথায় মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ প্রায় ৬ মাস ধরে জ্বীন ও আধ্যাত্মিক চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন ভন্ড বসিরের স্ত্রী ।জোতপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সাথেই তার নিজ বাড়িতে এসব কর্ম করে আসছেন ।রাস্তা থেকে একটু ভিতরে বেশ নির্জন এলাকায় কবিরাজের আস্তানায় মুলফটকে সব সময় তালা দেওয়া থাকে। পরিক্ষিত রোগী এবং অনুমতি ছাড়া কেউ ওই বাড়িতে প্রবেশ করতে পারেন না। তার এই গুজবে সবাই এখন প্রতিদিন ভিড় করছে ঐ ভন্ড বসিরের স্ত্রীর কাছে। এলাকাবাসীর অভিযোগ এসব ভন্ডামি বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
- আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
- দৌলতপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ
- কুষ্টিয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষককে হত্যার হুমকি
- কুষ্টিয়ায় গভীর নলকূপের তিনটি ট্রান্সমিটার চুরি
- কুষ্টিয়ায় ভেজাল কসমেটিকস তৈরীর কারখানা আবিষ্কার