কুষ্টিয়ায় শিক্ষার্থী অভিভাবক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯
Spread the love

কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়া জেলার শিক্ষার্থী অভিভাবক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক ফুড পার্কে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান।

কুষ্টিয়া জেলা শিক্ষার্থী ও অভিভাবক কমিটির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়া প্রেসক্লাবের (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি এসএম কাদেরী শাকিল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নেসা সবুজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সুরেকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অজয় সুরেখা, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম,
দৈনিক কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর আলম দুলাল, দৈনিক সময়ের কাগজের সম্পাদক নুরুন্নবী বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সংগঠনের যুগ্ন আহবায়ক এম এম আলিমুল হক সঞ্জু আব্দুল আলীম সাব্বির আহমদ কাদেরী, নিকুসিমাজ নির্বাহী পরিচালক সালমা সুলতানা, রোটারিয়ান জেসমিন হাসান মিনি সহ সংগঠনের সদস্য, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী-অভিভাবক কমিটির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস খানের পরিচালনায়
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আনোয়ার হোসেন বুলবুল।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।