কুষ্টিয়ার আলোচিত সুন্দরী উল্কা ইয়াবাসহ আটক

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯
Spread the love

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খয়েরচারা মাঠপাড়া এলাকার মাদক সম্রাজ্ঞী সুন্দরি উল্কা (২৪) ও সদর উপজেলার জুগিয়া পালপাড়া এলাকার মাদক সম্রাট আব্দুস সালাম (৩৫) কে ইয়াবাসহ আটক করেছে মিরপুর থানা পুলিশ।

জানা যায়, রবিবার দুপুরে এলাকাবাসীর সহযোগিতায় মিরপুর থানা পুলিশ উপজেলার মির্জানগর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মাদক সম্রাজ্ঞী উল্কা ও মাদক সম্রাট আব্দুস সালাম কে ইয়াবাসহ আটক করে। উল্কা কুমারখালী উপজেলার আব্দুল কুদ্দুস শেখের মেয়ে ও আব্দুস সালাম সদর উপজেলার জুগিয়া পালপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। এরা কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।

মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।