কুষ্টিয়ার ভেড়ামারায় বাসায় ঢুকে ডাক্তারকে কুপিয়ে জখম!
এনামুল হক রাসেল এনামুল হক রাসেল
সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম


কুষ্টিয়া সংবাদদাতা: কুষ্টিয়ার ভেড়ামারায় এবার দিনেদুপুরে সনো হাসপাতালের সনোলজিস্ট কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তবে এ হামলার কারন নিশ্চিত করে জানাতে নারাজ আহত ব্যক্তি। শুক্রবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, মেহেরপুরের ডাঃ মনিরুল কবির শাওন কুষ্টিয়ার ভেড়ামারা সনো হাসপাতালে গত দুই বছর ধরে সনোলজিস্ট এর দায়িত্ব পালন করে আসছেন। দুপুরে সনো হাসপাতাল থেকে বিশ্রাম নিতে বাসায় যায়। হঠাৎ করে দুপুর আনুমানিক ২টার সময় তিন জন বাসায় ঢুকে পড়ে। এক পর্যায়ে ডাঃ মনিরুল কবির শাওনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় । আহত শাওনের আত্নচিৎকারে স্থানীয়রা এসে তাকে প্রথমে সনো হাসপাতালে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে । বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া সদর হাসপাতালের ১০নং ওয়ার্ডে ডাঃ মনিরুল কবির শাওন এর সাথে কথা বললে তিনি জানান, আমি সকাল থেকে ভেড়ামারা সনো হাসপাতালে ডিউটি করে দুপুরে বাসায় বিশ্রামের জন্য বাসায় যায়। হঠাৎ একজন আমাকে পেছন থেকে মুখ চেপে ধরে আমি ধস্তাধস্তি করতে গেলে আমাকে এলোপাথাড়ি কুপিয়ে মৃত ভেবে ফেলে চলে যায়। আমার জ্ঞান ফিরলে আমি নিজেই বাইরে বের হয়ে আসি। সঙ্গে সঙ্গে আমাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সনো হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সেখান থেকে আমাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক। তিনি আরো জানান, আমার বাড়িতে লুটপাটের উদ্দেশ্যেই ওরা এসেছিল। ১০ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবী করেন। তবে কেন কি কারনে তার উপর হামলা করা হয়েছে তা তিনি জানাতে নারাজ।
নারী ঘটিত কোন বিষয় নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। বিষয় টি নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা গুঞ্জন চলছে।
এদিকে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার জানান, ডাঃ মনিরুল কবির শাওন এখন আশঙ্কামুক্ত।