কুষ্টিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপের টানা দ্বিতীয় বারের চ্যাম্পিয়ন উজানগ্রাম ইউনিয়ন

এনামুল হক রাসেল এনামুল হক রাসেল

সম্পাদক, দ্য বিডি রিপোর্ট ২৪ ডটকম

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৯
Spread the love

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়া সদর উপজেলায় টানা দ্বিতীয়বারের মত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক অনূর্ধ-১৭) চ্যাম্পিয়ন হয়েছে উজানগ্রাম ইউনিয়ন। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য ফাইনাল ম্যাচে উজানগ্রাম ইউনিয়ন ৩-২ গোলে হারিয়েছে জিয়ারখী ইউনিয়নকে।


গতবারের মত এবারও চ্যাম্পিয়ন হলো উজানগ্রাম ইউনিয়ন। ম্যাচের শুরুটা অবশ্য অন্য কিছুরই আভাস দিয়েছিল। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে পর পর দুই গোল করে শিরোপার দৌড়ে এগিয়ে যায় জিয়ারখী। দু’টি গোলই তারা করে চোখ ধাঁধানো দুরপাল্লার শটে। দুই গোল হজম করে ঘুঁড়ে দাড়ায় চ্যাম্পিয়ন উজানগ্রাম। ম্যাচে ফিরতে শাণাতে থাকে একের পর এক আক্রমণ। দু’দলের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচ দারুণ উপভোগ্য হয়ে উঠে। পিছিয়ে পড়া উজানগ্রাম দ্বিতীয়ার্ধের শুরুতে এক গোল পরিশোধ করে।
মূলত এরপরে জমে ওঠে খেলা। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে উজানগ্রাম। শেষ বাঁশি বেজে ওঠার ১০ মিনিট আগে আরেকটি গোল করে সমতা আনে তারা। মুহূর্তের মধ্যে উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। দর্শকদের মুহুর্মুহু করতালির মধ্যে একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। খেলার নিয়ন্ত্রক শেষ বাঁশি বাজাবে ঠিক তার দুই মিনিট আগে আরেকটি গোল করে নিজেদেরকে দ্বিতীয়বারের মতো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করে রাখে উজানগ্রাম ইউনিয়ন।


খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিশান, উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবু বিন ইসলাম, জিয়ারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী প্রমুখ।


আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ম্যান অব দ্যা ফাইনাল ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে উজানগ্রাম এর ১০ নম্বর জার্সি ধারী মোঃ পলাশ ফাইনাল ম্যাচে এক গোল সহ পুরো টুর্নামেন্টে সে ৬ গোল করেছে। উল্লেখ্য, গ্রাম পর্যায় থেকে উদীয়মান ভালো ভালো খেলোয়াড় বের করে আনতে উপজেলা প্রশাসন এই খেলার আয়োজন করে। এতে সকল ইউনিয়ন পরিষদ তাদের দল নিয়ে অংশগ্রহণ করে।

পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।